বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ পরীক্ষা ২০২৫ এর নিরাপত্তা প্রহরী পদের প্রশ্ন ও সম্পূর্ণ সমাধান নিচে দেওয়া হলো।
বাংলাদেশ নির্বাচন কমিশন
পদের নাম: নিরাপত্তা প্রহরী
পরীক্ষার তারিখ: ০৫ সেপ্টেম্বর ২০২৫
সময়: ৬০ মিনিট
পূর্ণমান: ৪০ মার্ক
১. এক কথায় প্রকাশ করুন:
ক. উপস্থিত বুদ্ধি আছে যার- প্রত্যুৎপন্নমতি।
খ. যা সহজে হজম হয়- সুপাচ্য।
২. বিপরীতার্থক শব্দ লিখুন:
ক. সমস্ত অংশ ।
খ. বিচ্ছেদ- সন্ধি।
গ. ভূত- ভাবী/ভবিষ্যৎ।
ঘ. প্রত্যক্ষ পরোক্ষ ।
৩. অর্থসহ বাক্য লিখুন:
ক. ইতর-বিশেষ (পার্থক্য): মায়ের নিকট সব সন্তানই সমান, কোনো ইতর বিশেষ নেই।
খ. অ আ ক খ (প্রাথমিক জ্ঞান): কম্পিউটারের অ আ ক খ না জানলে বর্তমানে চাকরি পাওয়া কঠিন।
৪. বানান শুদ্ধ করে লিখুন:
ক. নিশিথ- নিশীথ।
খ. শুধুমাত্র শুধু/মাত্র।
গ. দিবারাত্রি- দিবারাত্র।
ঘ. সৌজন্যতা- সৌজন্য ।
৫. বঙ্গানুবাদ করুন:
ক. A friend in need is a friend indeed.
উত্তর: বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু ।
খ. What a panoramic view it is!
উত্তর: কী চমৎকার একটি দৃশ্য!
৬. বিভক্তিসহ কারক নির্ণয় করুন :
ক. আমার ভাত খাওয়া হলো না।
উত্তর: কর্মে শূন্য ।
খ. নতুন ধানে হবে নবান্ন ।
উত্তর: করণে ৭মী।
৭. Translate into English:
ক. সকাল হতে বৃষ্টি হচ্ছে।
উত্তর: It has been raining since morning.
খ. মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন।
উত্তর: The mother is feeding rice the baby.
৮. Write the correct spelling.
ক. Acomodation – Accommodation.
খ. Resturant – Restaurant.
৯. Transform the following sentences as directed:
ক. Only Allah can help us (negative).
উত্তর: None but Allah can help us.
উত্তর: Nobody dislikes him (affirmative).
উ. Everybody likes him.
১০. Fill in the blanks using appropriate preposition:
ক. Open … page twelve.
উত্তর: at
খ. Do not look down … the poor.
উত্তর: upon
১০. Fill in the blanks using appropriate preposition: Write four appropriate sentences about the ‘The Uses of Internet’.
১২. একটি দ্রব্য ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটি আরও ৮০০ টাকা অধিক মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
সমাধান: মনেকরি, ক্রয়মূল্য = ১০০ টাকা
৮% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ ৮ = ৯২ টাকা
আবার, ৮% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ৮ = ১০৮ টাকা
বিক্রয়মূল্য বেশি = ১০৮ – ১২ = ১৬ টাকা
বিক্রয়মূল্য ১৬ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
= ৫০০০ টাকা
১৪. সাধারণ জ্ঞান:
ক. The concert for Bangladesh অনুষ্ঠানটি কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে (নির্দিষ্ট স্থান: ম্যাডিসন স্কোয়ার গার্ডেন)।
খ. মিয়ানমারের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত রয়েছে এমন জেলাগুলোর নাম কি?
উত্তর: বান্দরবান, রাঙ্গামাটি ও কক্সবাজার। (চিত্রে ‘কক্সবাজার’-এর পরিবর্তে ‘কক্সবাজার’ বানানটি সঠিক)।
গ. সোশ্যাল নেটওয়ার্কিং প্লাটফর্ম ‘X’ এক্স এর পূর্ব নাম কি ?
উত্তর: টুইটার
ঘ. জাতীয় স্মৃতিসৌধ এর স্থপতি কে?
উত্তর: সৈয়দ মাইনুল হোসেন
ঙ. বর্তমানে BIMSTEC এর সভাপতির দায়িত্ব পালন করছে কোন দেশ?
উত্তর: বাংলাদেশ
চ. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
উত্তর: মহেশখালী
ছ. কোন মুসলিম দেশ রোহিঙ্গা নিধনের অপরাধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের বিপক্ষে মামলা করেছে?
উত্তর: গাম্বিয়া
জ. বঙ্গোপসাগরে আবিষ্কৃত বাংলাদেশের প্রথম এবং একমাত্র গ্যাসক্ষেত্রের নাম কি?
উত্তর: সাঙ্গু
ঝ. SDG এর কতটি অভীষ্ট রয়েছে?
উত্তর: ১৭টি
ঞ. গ্রিনল্যান্ড দ্বীপটি বর্তমানে কোন দেশের মালিকানায় রয়েছে?
উত্তর: ডেনমার্ক
