Homeচাকরির পরীক্ষার সময়সূচীবাংলাদেশ নির্বাচন কমিশনের নিরাপত্তা প্রহরী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

বাংলাদেশ নির্বাচন কমিশনের নিরাপত্তা প্রহরী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ পরীক্ষা ২০২৫ এর নিরাপত্তা প্রহরী পদের প্রশ্ন ও সম্পূর্ণ সমাধান নিচে দেওয়া হলো।

বাংলাদেশ নির্বাচন কমিশন

পদের নাম: নিরাপত্তা প্রহরী

পরীক্ষার তারিখ: ০৫ সেপ্টেম্বর ২০২৫
সময়: ৬০ মিনিট
পূর্ণমান: ৪০ মার্ক

১. এক কথায় প্রকাশ করুন:

ক. উপস্থিত বুদ্ধি আছে যার- প্রত্যুৎপন্নমতি।
খ. যা সহজে হজম হয়- সুপাচ্য।

২. বিপরীতার্থক শব্দ লিখুন:

ক. সমস্ত অংশ ।
খ. বিচ্ছেদ- সন্ধি।
গ. ভূত- ভাবী/ভবিষ্যৎ।
ঘ. প্রত্যক্ষ পরোক্ষ ।

৩. অর্থসহ বাক্য লিখুন:

ক. ইতর-বিশেষ (পার্থক্য): মায়ের নিকট সব সন্তানই সমান, কোনো ইতর বিশেষ নেই।
খ. অ আ ক খ (প্রাথমিক জ্ঞান): কম্পিউটারের অ আ ক খ না জানলে বর্তমানে চাকরি পাওয়া কঠিন।

৪. বানান শুদ্ধ করে লিখুন:

ক. নিশিথ- নিশীথ।
খ. শুধুমাত্র শুধু/মাত্র।
গ. দিবারাত্রি- দিবারাত্র।
ঘ. সৌজন্যতা- সৌজন্য ।

৫. বঙ্গানুবাদ করুন:

ক. A friend in need is a friend indeed.
উত্তর: বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু ।
খ. What a panoramic view it is!
উত্তর: কী চমৎকার একটি দৃশ্য!

৬. বিভক্তিসহ কারক নির্ণয় করুন :

ক. আমার ভাত খাওয়া হলো না।
উত্তর: কর্মে শূন্য ।
খ. নতুন ধানে হবে নবান্ন ।
উত্তর: করণে ৭মী।

৭. Translate into English:

ক. সকাল হতে বৃষ্টি হচ্ছে।
উত্তর: It has been raining since morning.
খ. মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন।
উত্তর: The mother is feeding rice the baby.

৮. Write the correct spelling.

ক. Acomodation – Accommodation.
খ. Resturant – Restaurant.

৯. Transform the following sentences as directed:

ক. Only Allah can help us (negative).
উত্তর: None but Allah can help us.
উত্তর: Nobody dislikes him (affirmative).
উ. Everybody likes him.

১০. Fill in the blanks using appropriate preposition:

ক. Open … page twelve.
উত্তর: at
খ. Do not look down … the poor.
উত্তর: upon

১০. Fill in the blanks using appropriate preposition: Write four appropriate sentences about the ‘The Uses of Internet’.

১২. একটি দ্রব্য ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটি আরও ৮০০ টাকা অধিক মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান: মনেকরি, ক্রয়মূল্য = ১০০ টাকা
৮% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ ৮ = ৯২ টাকা
আবার, ৮% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ৮ = ১০৮ টাকা
বিক্রয়মূল্য বেশি = ১০৮ – ১২ = ১৬ টাকা
বিক্রয়মূল্য ১৬ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
= ৫০০০ টাকা

১৪. সাধারণ জ্ঞান:

ক. The concert for Bangladesh অনুষ্ঠানটি কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে (নির্দিষ্ট স্থান: ম্যাডিসন স্কোয়ার গার্ডেন)।

খ. মিয়ানমারের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত রয়েছে এমন জেলাগুলোর নাম কি?
উত্তর: বান্দরবান, রাঙ্গামাটি ও কক্সবাজার। (চিত্রে ‘কক্সবাজার’-এর পরিবর্তে ‘কক্সবাজার’ বানানটি সঠিক)।

গ. সোশ্যাল নেটওয়ার্কিং প্লাটফর্ম ‘X’ এক্স এর পূর্ব নাম কি ?
উত্তর: টুইটার

ঘ. জাতীয় স্মৃতিসৌধ এর স্থপতি কে?
উত্তর: সৈয়দ মাইনুল হোসেন

ঙ. বর্তমানে BIMSTEC এর সভাপতির দায়িত্ব পালন করছে কোন দেশ?
উত্তর: বাংলাদেশ

চ. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
উত্তর: মহেশখালী

ছ. কোন মুসলিম দেশ রোহিঙ্গা নিধনের অপরাধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের বিপক্ষে মামলা করেছে?
উত্তর: গাম্বিয়া

জ. বঙ্গোপসাগরে আবিষ্কৃত বাংলাদেশের প্রথম এবং একমাত্র গ্যাসক্ষেত্রের নাম কি?
উত্তর: সাঙ্গু

ঝ. SDG এর কতটি অভীষ্ট রয়েছে?
উত্তর: ১৭টি

ঞ. গ্রিনল্যান্ড দ্বীপটি বর্তমানে কোন দেশের মালিকানায় রয়েছে?
উত্তর: ডেনমার্ক

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular