Homeচাকরির পরীক্ষার সময়সূচীঅর্থ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

অর্থ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

অর্থ মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষা ২০২৫ এর অফিস সহায়ক পদের প্রশ্ন ও সম্পূর্ণ সমাধান নিচে দেওয়া হলো।

অর্থ মন্ত্রণালয়

পদের নাম: অফিস সহায়ক

পরীক্ষার তারিখ: ০৯ আগস্ট ২০২৫
সময়: ৬০ মিনিট
পূর্ণমান: ৫০ মার্ক

১. ‘বিনির্মাণ’ শব্দে ‘বি’ উপসর্গটি কী অর্থে প্রযুক্ত হয়েছে?

ক. সংকোচন
গ. প্রসারণ
খ. নেতিবাচক
ঘ. বিশেষভাবে
উত্তর:

২. পানি’ শব্দের প্রতিশব্দ কোনটি?

ক. নলিনী
খ. বারিধি
গ. অপ
ঘ. তটিনী
উত্তর:

৩. অতিমাত্রা কোন সমাস?

ক. প্রাদি সমাস
খ. নঞ তৎপুরুষ
গ. কর্মধারয়
ঘ. অব্যয়ীভাব
উত্তর:

৪. শুদ্ধ বানানটি চিহ্নিত করুন?

ক. মুর্ধন্য
খ. মূর্ধণ্য
গ. মূর্ধন্য
ঘ. মূর্ধণ্য
উত্তর:

৫. ‘লম্বা দেয়া’ বাগধারাটির অর্থ-

ক. পালানো
গ. উল্টাফল
খ. দীর্ঘ বক্তৃতা
ঘ. ঘরে যাওয়া
উত্তর:

৬. ‘রেস্তোরা কোন ভাষার শব্দ?

ক. ওলন্দাজ
গ. ফরাসি
খ. চাইনিজ
ঘ. হিন্দি
উত্তর:

৭. ‘তিলে তৈল হয়’ কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তৃকারকে প্রথমা
খ. অপাদানে সপ্তমী
গ. করণে সপ্তমী
ঘ. অধিকরণে সপ্তমী
উত্তর:

৮. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?

ক. এন.বি হ্যালহেড
খ. উইলিয়াম কেরী
গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. ড. সুনীতিকুমার
উত্তর:

৯. উপকারীর অপকার করে যে?

ক. কৃতজ্ঞ
গ. অকৃতজ্ঞ
খ. কৃতঘ্ন
ঘ. অকৃতঘ্ন
উত্তর:

১০. কাজী নজরুল ইসলামের রচনা কোনটি?

ক. সঞ্চালিনী
খ. সঞ্চয়িতা
গ. সঞ্চারিণী
ঘ. সঞ্চিতা
উত্তর:

11.‘Cut up’ means

ক. discount
খ. reduce
গ. dislocate
ঘ. separate
উত্তর:

12.If you had informed me earlier, I … you.

ক. would
খ. will have met
গ. would have met
ঘ . would meet
উত্তর:

13. What is ‘Lingua Franca?

ক. International Language
খ. Second Language
গ. Local Language
ঘ. Common Language
উত্তর:

14. I haven’t read the book mentioned.

ক. what
খ. that
গ. who
ঘ. whom
উত্তর:

15. Which of the following sentences is grammatically correct?

ক. The old man died yesterday
খ. The old man was died yesterday
গ. The old man has died yesterday
ঘ. The old man had died yesterday
উত্তর:

16. What kind of noun is ‘girl?

ক. Common
খ. Collective
গ. Proper
ঘ. Material
উত্তর:

17. Neither Rini nor Simi … qualified for the job.

ক. are
খ. were
গ. is
ঘ. had
উত্তর:

18. Many young people died … the nation?

ক. of
খ. for
গ. in
ঘ. by
উত্তর:

19.“She takes after her mother” means

ক. She takes care of her mother
খ. She takes everything of her mother
গ. She looks like her mother
ঘ. She walks behind her mother
উত্তর:

20.Which spelling is correct?

ক. privilege
খ. previlege
গ. privilige
ঘ. prevelige
উত্তর:

২১. দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংকের ইন্টাররেনট চালু করে কোন দেশ?

ক. বাংলাদেশ
খ. আলজেরিয়া
গ. মালদ্বীপ
ঘ. শ্রীলংকা
উত্তর:

২২. আফ্রিকার বৃহত্তম দেশ কোনটি?

ক. আলবেনিয়া
খ. ভুটান
গ. মিশর
ঘ. দক্ষিণ আফ্রিকা
উত্তর:

২৩.কোন সাগরের অস্তিত্ব নেই?

ক. Black Sea
খ. Yellow Sea
গ. Red Sea
ঘ. Blue Sea
উত্তর:

২৪.বাংলাদেশে বাস করেন না এমন উপজাতির নাম

ক. সাঁওতাল
খ. মাউরি
গ. গারো
ঘ. মুরং
উত্তর:

২৫. সংবিধানের অনুচ্ছেদ মোট কয়টি?

ক. ১৫৫
খ. ১৫৪
গ. ১৫৩
ঘ. ১৫২
উত্তর:

২৬. বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা কে?

ক. আইন মন্ত্ৰী
খ. আইন সচিব
গ. অ্যাটর্নি জেনারেল
ঘ. সলিসিটর
উত্তর:

২৭.বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ কোনটি?

ক. সোনাদিয়া
খ. কুতুবদিয়া
গ. সন্দ্বীপ
ঘ. মহেশখালী
উত্তর:

২৮. বাংলাদেশ কোন সংগঠনটির সদস্য নয়?

ক. OIC
গ. ASEAN
খ. UN
ঘ. IMF
উত্তর:

২৯. শহীদ আবু সাঈদ কোন তারিখে শহীদ হন?

ক. ১৬ জুলাই, ২০২৪
খ. ১৮ জুলাই, ২০২৪
গ. ৫ আগস্ট, ২০২৪
ঘ. ২৬ জুলাই, ২০২৪
উত্তর:

৩০. বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ কোনটি?

ক. যুক্তরাষ্ট্র
খ, রাশিয়া
গ. চীন
ঘ. জাপান
উত্তর:

৩১. ১৬, ৩৩, ৬৭, ১৩৫, ধারাটির পরবর্তী পদ কোনটি?

ক. ২০২
খ. ২৭১
গ. ২৭০
ঘ. ২৭৫
উত্তর:

৩২ .C.G.S পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি?

ক. ডেকামিটার
খ. মিটার
গ. ডেসিমিটার
ঘ. সেন্টিমিটার
উত্তর:

৩৩. ৫ থেকে ১১ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত?

ক. ৩৭৫
খ. ৩৬৫
গ. ৩৯৫
ঘ. ৩৮৫
উত্তর:

৩৪. নিচের কোন সংখ্যাটি মৌলিক?

ক. ৯১
খ. ১৪৩
গ. ৪৭
ঘ. ৮৭
উত্তর:

৩৫. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?

ক. ১৮০ ডিগ্রি
খ. ২৭০ ডিগ্রি
গ. ৩৬০ ডিগ্রি
ঘ. ৫৪০ ডিগ্রি
উত্তর:

৩৬.কোন সংখ্যার ৬০% থেকে ৬০ বিয়োগ করলে ফলাফল হবে ৬০। সংখ্যাটি কত?

ক. ২৫০
গ. ২০০
খ. ১০০
ঘ. ৩০০
উত্তর:

৩৭. ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কতদিনে করতে পারবে?

ক. ২৫ দিনে
গ. ৩৫ দিনে
খ. ৩০ দিনে
ঘ. ৪০ দিনে
উত্তর:

৩৮.বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

ক. ৪
গ. ১২
খ. ৯
ঘ. ৬
উত্তর: খ

৩৯. X + Y = 6 এবং XY = 8 হলে, (X – Y) 2 এর মান কত?

ক. 4
গ. 8
খ. 6
ঘ. 12
উত্তর:

৪০. ১ + 5 + ৯ + ১৩ + ……. ধারাটির ১৫তম পদ কত হবে?

ক. 88
খ. ৫৭
গ. ৫৪
ঘ. ৬৬
উত্তর:

৪১. ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত: ৭ হবে?

ক. ৮০
গ. ৯০
খ. ৭২
ঘ. ৮৫
উত্তর:

42.The term PC means –

ক. Private Computer
খ. Personal Computer
গ. Prime Computer
ঘ. Profesional Computer
উত্তর:

43.What is the antonym of ‘gentle’?

ক. polite
খ. modest
গ. clever
ঘ. rude
উত্তর:

44. ERD এর পূর্ণরূপ কি?

ক. Economic Relations Division
খ. Economic Relations Department
গ. Economic Resource Division
ঘ. External resource Division
উত্তর:

৪৫. যমুনা রেলওয়ে সেতুটির দৈর্ঘ্য কত?

ক. ৪.৭ কি.মি.
গ. ৪.৯ কি.মি.
খ. ৪.৮ কি.মি.
ঘ. ৫.৮ কি.মি.
উত্তর:

৪৬. বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশে মেট্রোরেল চালু হয়?

ক. ৫৮তম
খ. ৫৯তম
গ. ১২৯তম
ঘ. ৬০তম
উত্তর:

৪৭. নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো-

ক. পারমাণবিক জ্বালানি
খ. পীট কয়লা
গ. ফুয়েল সেল
ঘ. সূর্য
উত্তর:

৪৮. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো?

ক. নাইট্রোজেন
খ. হাইড্রোজেন
গ. কার্বন মনোক্সাইড
ঘ. মিথেন
উত্তর:

৪৯. জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?

ক. লুই আই কান
খ. নিতুন কুন্ডু
গ. লর্ড কার্জন
ঘ. মি. বব বুই
উত্তর:

৫০. বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত দেশ কোনটি?

ক. সৌদি আরব
খ. ইন্দোনেশিয়া
গ. ইরান
ঘ. পাকিস্তান
উত্তর:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular