সরকারি কর্মকমিশন (পিএসসি) নিয়োগ পরীক্ষা ২০২৫ এর ইলেকট্রিক ইন্সপেক্টর পদের প্রশ্ন ও সম্পূর্ণ সমাধান নিচে দেওয়া হলো।
সরকারি কর্মকমিশন (পিএসসি)
পদের নাম: ইলেকট্রিক ইন্সপেক্টর
পরীক্ষার তারিখ: ০২ সেপ্টেম্বর ২০২৫
সময়: ৬০ মিনিট
পূর্ণমান: ১০০ মার্ক
১. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি কে?
ক. সৈয়দ হামজা
খ. দৌলত কাজী
গ. মুহম্মদ আব্দুল হাই
ঘ. শাহ মুহম্মদ সগীর
উত্তর: ঘ
2. Which one is a correct sentence?
ক. She prefers dancing more than singing
খ. She prefers to dance than to sing
গ. She prefers dancing to singing. ঘ. She prefers dance to sing.
উত্তর: গ
৩. ‘ বৈরাগ্য সাধনে… সে আমার নয়’। শূন্যস্থান পূরণ করুন।
ক. ভক্তি
খ. মুক্তি
গ. শক্তি
ঘ. সত্যি
উত্তর: খ
৪. Identify the correctly spelt word:
ক. massacare
খ. massacar
গ. massacre
ঘ. massakar
উত্তর: গ
৫. বাংলা ছোটগল্পের রাজা বলা হয় কাকে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ. প্রেমেন্দ্র মিত্র
উত্তর: ক
৬. ‘সোনালী কাবিন’ গ্রন্থের লেখক কে ছিলেন?
ক. আল মাহমুদ
খ. ফররুখ আহমদ
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. সুফিয়া কামাল
উত্তর: ক
7. Identify the correctly spelt word:
১৬.কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘বিদ্রোহী’ কবিতার
শতবর্ষ পালিত হয়েছে কত সালে?
ক. ২০২০ সালে
খ. ২০২১ সালে
গ. ২০২২ সালে
ঘ. ২০২৩ সালে
উত্তর: গ
৮. বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা কবে?
ক. উনিশ শতকে
খ. আঠার শতকে
গ. বিশ শতকে
ঘ. সতের শতকে
উত্তর: ক
৯. হলোকাস্ট বলে চিহ্নিত করা যায় কোনটিকে?
ক. দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইহুদী নিধন
খ. হুতি ও তুতসিদের লড়াই
গ. কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ সংঘাত
ঘ. প্যালেস্টাইন মুসলিম নিধন
উত্তর: ক
10. Identify the correct passive form: ‘Who opened the door?”
ক. By whom the door was opened?
খ. By whom was opened the door ?
গ. By whom was the door opened?
ঘ. The door was opened by whom?
উত্তর: গ
১১. চীনের প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতালের জন্য নির্বাচিত জেলা কোনটি?
ক. জামালপুর
খ. গাজীপুর
গ. নীলফামারী
ঘ. দিনাজপুর
উত্তর: গ
12. Identify the noun that has no plural form?
ক. shot
খ. scenery
গ. force
ঘ. light
উত্তর: খ
১৩. শুদ্ধ বানান কোনটি?
ক. সমিচীন
খ. পুরষ্কার
গ. পরিস্কার
ঘ. অদৃষ্টপূর্ব
উত্তর: ঘ
১৪. কোনটি ভাষার মৌলিক উপাদান নয়?
ক. ধ্বনি
খ. রূপমূল
গ. বর্ণ
ঘ. অর্থ
উত্তর: ঘ
১৫. ব্রিকসের ১০তম সদস্য হিসেবে যোগ দিয়েছে কোন দেশ?
ক. সার্বিয়া
খ. ইন্দোনেশিয়া
গ. কম্বোডিয়া
ঘ. থাইল্যান্ড
উত্তর: খ
১৬. গাজা-ইসলাইল যুদ্ধ কত তারিখে শুরু হয়?
ক. ৮ নভেম্বর, ২০২৩
খ. ৭ অক্টোবর, ২০২৩
গ. ৫ সেপ্টেম্বর, ২০০২৩
ঘ. ৭ জুলাই, ২০২৩
উত্তর: খ
১৭. G-7 (জি-৭) এর সদ্য দেশ হলো-
ক. ইতালী
গ. ভারত
খ. ব্রাজিল
ঘ. চীন
উত্তর: ক
১৮. কবি কাজী নজরুল ইসলামের কবিতা কোনটি?
ক. রিক্তের বেদন
খ. ছাড়পত্র
গ. ব্যথার দান
ঘ. আজ সৃষ্টি সুখের উল্লাসে
উত্তর: ঘ
১৯. ‘কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়।
ক. ধ্বনিতত্ত্বে
খ. রূপতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে
ঘ. অর্থতত্ত্বে
উত্তর: গ
২০. ঈশা খাঁ এর রাজধানী কোথায় ছিল?
ক. সোনারগাঁও
খ. জাহাঙ্গীর নগর
গ. নদীয়া
ঘ. বিক্রমপুর
উত্তর: ক
২১. বাংলাদেশ কবে সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়েছে?
ক. ১০/০৯/২০১৭
খ. ২১/০৫/২০২৬
গ. ২১/০৭/২০০৯
ঘ. ১৬/০৩/২০২১০
উত্তর: খ
২২. ‘আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা অনুচিত”- এ বাক্যে কোন কারণে অপপ্রয়োগ ঘটেছে?
ক. শব্দের বাহুল্য ব্যবহারে
খ. প্রত্যয়ের বাহুল্য ব্যবহারে
গ. বহুবচনের বাহুল্য ব্যবহারে
ঘ. গুরুচণ্ডালী দোষজনিত
উত্তর: খ
23. Find the noun form of the word ‘successful’:
ক. succeed
খ. success
গ. successive
ঘ. successfully
উত্তর: খ
২৪. রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত আইনকে কি বলে?
ক. সংবিধান
খ. আইন
গ. বিধি
ঘ. অধ্যাদেশ
উত্তর: ঘ
25. Select the correct indirect form : He said to me, “Let us go home.”
ক. He suggested to me to go home.
খ. He proposed to me that we should go home.
গ. He asked me to go home.
ঘ. He urged me to go home.
উত্তর: খ
২৬. ‘দেশে বিদেশে’ কোন ধরনের রচনা?
ক. রম্যরচনা
খ. ভ্রমণ কাহিনী
গ. প্রবন্ধ
ঘ. উপন্যাস
উত্তর: খ
27. The lawyer field a review petition. Here ‘review’ is a/an –
ক. adjective
খ. noun
গ. verb
ঘ. adverb
উত্তর: ক
28. Which one is masculine gender?
ক. Cow
খ. Heir
গ. Niece
ঘ. Bee
উত্তর: খ
29. Identify the right tag question : ‘She will go home soon, … ?
ক. will she
খ. woud’t she
গ. won’t she
ঘ. isn’t she
উত্তর: গ
৩০. বাংলাদেশের গভীরতম কয়লা ক্ষেত্র কোনটি?
ক. বড় পুকুরিয়া, দিনাজপুর
খ. জামালগঞ্জ, জয়পুরহাট
গ. ফুলবাড়ী, দিনাজপুর
ঘ. খালাশপীড়, রংপুর
উত্তর: খ
31 .Choose the sentence in which ‘right’ is a noun:
ক. I think we made the right decision
খ. You guessed right
গ. Arabic script is read from right
ঘ. Right the wrong.
উত্তর: গ
32. Fill in the blank with the appropriate determiner: ‘She is working on UNESCO heritage site.’
ক. an
খ. a
গ. the
ঘ. his
উত্তর: গ
33. Pick out the right option : ‘If we had boat, we … the river.
ক. will cross
খ. would cross
গ. will be crossing
ঘ. cross
উত্তর: খ
34. Choose the right option : ‘He bought a car after he … enough money. ‘
ক. has saved
খ. saved
গ. had saved
ঘ. was saved
উত্তর: গ
35. Identify the verb form of the word ‘survival’.
ক. survey
গ. serve
খ. survior
ঘ. survive
উত্তর: ঘ
৩৬. ‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. জসীম উদ্দীন
উত্তর: খ
৩৭. বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর প্রাথমিক উদ্দেশ্য কী?
ক. ব্যাংকিংখাত নিয়ন্ত্রণ করা
খ. বাংলাদেশে বিনিয়োগের লক্ষ্যে প্রচার ও বিনিয়োগ সহজীকরণ
গ. বাংলাদেশে বিনিয়োগের লক্ষ্যে জাতীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা
ঘ. বিনিয়োগের লক্ষ্যে পরিবেশগত নীতিমালা প্রণয়ন করা
উত্তর: খ
৩৮. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা গ্রন্থ কোনটি?
ক. যোগাযোগ
খ. কড়ি ও কোমল
গ. সাঁঝের মায়া
ঘ. সুলতানার স্বপ্ন
উত্তর: ঘ
৩৯. ‘অভিমানী’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. অঅভিমানী
খ. বিরাগী
গ. নিরঅভিমানী
ঘ. নিরভিমানী
উত্তর: ঘ
40. I had to go there এর বাংলা অনুবাদ কী ?
ক. আমি সেখানে গিয়েছিলাম।
খ. আমি বাধ্য হয়ে গিয়েছিলাম
গ. আমাকে সেখানে যেতে বাধ্য করা হয়েছিল
ঘ. সেখানে আমাকে যেতে হয়েছিল
উত্তর: ঘ
41. Choose the right option : I really enjoy. cricket matches on TV.
ক. to watch
খ. watching
গ. for watching
ঘ. to be watching
উত্তর: খ
৪২. আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য সংখ্যা কত?
ক. ১১৯টি
গ. ১২৫টি
খ. ১২০টি
ঘ. ১২৭টি
উত্তর: গ
৪৩. কত তারিখে বাংলা ব্লকেড কর্মসূচী পালন করা হয়?
ক. ১৬ জুলাই, ২০২৪
খ. ৮ জুলাই, ২০২৪
গ. ৬ জুলাই, ২০২৪
ঘ. ৭ জুলাই, ২০২৪
উত্তর: ঘ
৪৪. দেখার ইচ্ছাকে এক কথায় কী বলে?
ক. জিজ্ঞাসা
খ. দিদৃক্ষা
গ. জিগীষা
ঘ. দৃশ্যমান
উত্তর: খ
55. Select the correct option : ‘These are the policemen … caught the thief.
ক. Which
গ. Who
খ. Whose
ঘ. Whom
উত্তর: গ
৫৬. বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায়?
ক. জেনেভা
গ. নিউইয়র্ক
খ. লন্ডন
ঘ. ওয়াশিংটন ডিসি
উত্তর: ঘ
৫৭. পিত্রালয়’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. পিত্রা+আলয়
গ. পিত্রি+আলয়
খ. পিতা+আলয়
ঘ. পিতৃ+আলয়
উত্তর: ঘ
58. A person who has come to settle permanently in a country that is not his/her own is a/an-
ক. emigrant
গ. immigrant
খ. migrant
ঘ. expatriate
উত্তর: গ
59. Select the right antonym of ‘mobile’:
ক. moving
খ. divided
গ. portable
ঘ. fixed
উত্তর: ঘ
৬০. প্রতিবাদী তারণ্য’ ক্যাটাগরিতে মরনোত্তর স্বাধীনতা পুরস্কার কে পেয়েছেন?
ক. আবরার ফাহাদ
খ. আবু সাঈদ
গ. মীর মুগ্ধ
ঘ. নভেরা আহমেদ
উত্তর: ক
৬১. নভোথিয়েটারের স্থপতি কে?
ক. লুইকান
খ. আলী ইমাম
গ. কামরুল হাসান
ঘ. শামীম শিকদার
উত্তর: খ
৬২. মিলনার্থক দ্বন্দ্ব সমাস কোনটি?
ক. দম্পতি
গ. টাকাকড়ি
খ. কালি কলম
ঘ. জীনপরি
উত্তর: ঘ
৬৩. কোন দুটি দেশকে হরমুজ প্রণালী ভৌগোলিকভাবে পৃথক করেছে?
ক. ইরাক ও কুয়েত
খ. সৌদি আরব ও ইয়েমেন
গ. ইরান ও ওমান
ঘ. কাতার ও বাহরাইন
উত্তর: গ
৬৪. কোন দেশ আমেরিকাকে ‘স্ট্যাচু অব লির্বাটি উপহার দিয়েছেন?
ক. জার্মানি
গ. ফ্রান্স
খ. ইংল্যান্ড
ঘ. কানাডা
উত্তর: গ
69. The idiom ‘the ins and outs’ means –
ক. all the details
খ. summary
গ. briefly
ঘ. inside and outside of something
উত্তর: ক
৭০. কোন তারিখে ইরান-ইসরাইল যুদ্ধ বিরতি হয়?
ক. ৫ জুন, ২০২৫
গ. ২৭ মে ২০২৫
খ. ২ জুলাই, ২০২৫
ঘ. ২৪ জুন ২০২৫
উত্তর: ঘ
71. Fill in the blank with the appropriatre preposition: Ushashi was tired…. walking.
ক. by
খ. with
গ. of
ঘ. for
উত্তর: গ
৭২. ব্যাকরণের মৌলিক উপাদানের ক্রম হলো-
ক. রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব
খ. বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, অর্থতত্ত্ব, রূপতত্ত্ব
গ. অর্থতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, রূপতত্ত্ব
ঘ. ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব
উত্তর: ঘ
৭৩. কোনটি তদ্ভব শব্দ?
ক. বহু
খ. ঢেঁকি
গ. বাতি
ঘ. কাগজ
উত্তর: গ
৭৪. জলবায়ু পরিবর্তন বলতে বুঝায়-
ক. পৃথিবীর তাপমাত্রা পরিবর্তন
খ. পৃথিবীর তাপমাত্রা এবং আবহাওয়া দীর্ঘমেয়াদী পরিবর্তন
গ. নতুন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি
ঘ. ঘন ঘন বন্যা এবং খরা হওয়া
উত্তর: খ
