Homeচাকরির প্রশ্ন ও সমাধানমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা ২০২৫ এর সিনিয়র স্টাফ নার্স পদের প্রশ্নের সম্পূর্ণ সমাধান নিচে দেওয়া হলো।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

পদের নাম: সিনিয়র স্টাফ নার্স

পরীক্ষার তারিখ: ২৯ আগস্ট ২০২৫
সময়: ৬০ মিনিট
পূর্ণমান: ৮০ মার্ক

১. Peacemaker হৃৎপিন্ডের কোন প্রকষ্ঠে থাকে?

ক. ডান নিলয়
খ. বাম নিলয়
গ. ডান অলিন্দ
ঘ. বাম অলিন্দ
উত্তর:

    ২. আলট্রাসনোগ্রাম কী?

    ক. এক্স রে
    খ. আলফা রে
    গ. অতি বেগুণি রশ্মি
    ঘ. অতি উচ্চ কম্পনসম্পন্ন শব্দ তরঙ্গ
    উত্তর:

    ৩. Dialysis করা প্রয়োজন হয় কোন রোগে ?
    ক. Respiratory failure
    খ. Hepatic failure
    গ. Cardiac failure
    ঘ. Renal failure
    উত্তর:

    ৪. স্ট্রোক শরীরের কোন অংশের রোগ?

    ক. মস্তিষ্ক
    গ. যকৃত
    খ. কিডনি
    ঘ. প্লীহা
    উত্তর:

    ৫. ঘন ঘন শ্বাস নেওয়া কোন রোগের লক্ষণ?

    ক. Pneumonia
    গ. Tuberculosis
    খ. Pneumothorax
    ঘ. কোনটিই নয়
    উত্তর:

    6. Arthritis কী?

    ক. মাংসপেশীর প্রদাহ
    খ. পেশী বন্ধনীর প্রদাহ
    গ. সন্ধি প্রদাহ
    ঘ. সন্ধি বেদনা
    উত্তর:

    ৭. মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ-

    ক. যকৃত
    গ. কোলন
    খ. ত্বক
    ঘ. কিডনি
    উত্তর:

    ৮. একজন পূর্ণবয়স্ক নবজাতকের স্বাভাবিক ওজন ন্যূনতম কত?

    ক. ৩০০০ গ্রাম
    গ. ২০০০ গ্রাম
    খ. ২৫০০ গ্রাম
    ঘ. ১৫০০ গ্রাম
    উত্তর:

    ৯. কোনটি সংক্রামক ব্যাধি?

    ক. ডায়াবেটিস
    খ. উচ্চ রক্তচাপ
    গ. যক্ষ্মা
    ঘ. হাঁপানি
    উত্তর:

    ১০. বৃক্কের একক হল-

    ক. নিউরন
    খ. নেফ্রন
    গ. হেপাটোসাইট
    ঘ. পেসমেকার
    উত্তর:

    ১১. মানবদেহে কশেরুকার সংখ্যা কতটি?

    ক. ৩২টি
    খ. ৩৩টি
    গ. ৩৪টি
    ঘ. ৩৫টি
    উত্তর:

    ১২. কোনটি মানবদেহের ভালো কোলেস্টেরল?

    ক. HDL
    খ. LDL
    গ. VLDL
    ঘ. TG
    উত্তর:

    ১৩. প্রোটিনের মৌলিক ইউনিট কোনটি?

    ক. ফ্যাটি এসিড
    গ. গ্লুকোজ
    খ. কোলেস্টেরল
    ঘ. অ্যামাইনো এসিড
    উত্তর:

    ১৪. SARS এর পূর্ণরূপ কোনটি?

    ক. Severe Acute Respiratory Syndrome
    খ. Systematic Acute Recovery Syndrome
    গ. Simple Access Respiratory System
    ঘ. None
    উত্তর:

    ১৫. ইনসুলিন হচ্ছে-

    ক. প্রোটিন
    খ. ভিটামিন
    গ. নিউক্লিক এসিড
    ঘ. গ্লুকোজ
    উত্তর:

    ১৬. ডিম ও দুধে কোন ভিটামিন নেই?

    ক. ভিটামিন এ
    খ. ভিটামিন বি
    গ. ভিটামিন সি
    ঘ. ভিটামিন ডি
    উত্তর:

    ১৭.গর্ভাবস্থায় প্রথম প্রসবকালীন পরিচর্যার জন্য কোন রোগী আসলে নিম্নের কোন পরীক্ষাটি করা হয়?

    ক. Hb%, Blood group, Urine R / M / E
    খ. ECG
    ঘ. All of the above
    গ. Chest X-ray

    ১৮. মানবদেহের রক্তে মূলত কত ধরণের কোষ থাকে?

    ক. ৮
    গ. ২
    খ. ৩
    ঘ. ১
    উত্তর:

    ১৯. ডেঙ্গুর ভয়াবহতা নির্ধারিত হয় কোন উপাদানের মাধ্যমে?

    ক. Hematocrit বেড়ে যায়
    খ. Hematocrit কমে যায়
    গ. Neutrophil বেড়ে যায়
    ঘ. Lymphocyte বেড়ে যায়
    উত্তর:

    20. Hypovolemic shock এ pulse rate-

    ক. বেড়ে যায়
    খ. কমে যায়
    গ. অপরিবর্তিত থাকে
    ঘ. পাওয়া যায় না
    উত্তর:

    ২১. কোন প্রণালি এশিয়া মহাদেশ ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে?

    ক. জিব্রাল্টার প্রণালি
    খ. বসফরাস প্রণালি
    গ. বাবেল-মান্দেব প্রণালি
    ঘ. বেরিং প্রণালি
    উত্তর:

    ২২. ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ কোনটি?

    ক. চীন
    খ. জার্মানি
    গ. শ্রীলংকা
    ঘ. বাংলাদেশ
    উত্তর:

    ২৩. জুলাই গণঅভ্যুত্থানের প্রথম স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪’ নির্মাণ করা হয়েছে-

    ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
    খ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
    গ. রংপুর বিশ্ববিদ্যালয়ে
    ঘ. জুলাই স্মৃতি জাদুঘরে
    উত্তর:

    ২৪. ASEAN ভুক্ত দেশ নয় কোনটি?

    ক. শ্রীলংকা
    খ. ভিয়েতনাম
    গ. ফিলিপাইন
    ঘ. থাইল্যান্ড
    উত্তর:

    ২৫.বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ কোনটি?

    ক. যুক্তরাষ্ট্র
    খ. সৌদি আরব
    গ. রাশিয়া
    ঘ. কানাডা
    উত্তর:

    ২৬. সিনাই উপদ্বীপ কোথায় অবস্থিত?

    ক. ইয়েমেন
    খ. মিশর
    গ. সিরিয়া
    ঘ. সৌদি আরব
    উত্তর:

    ২৭. সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে?

    ক. ১৯(৩)
    খ. ১১ (২)
    গ. ১২ (৩)
    ঘ. ১৩ (৫)
    উত্তর:

    ২৮. ইউরোপের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ কোনটি?

    ক. পোল্যান্ড
    খ. আলবেনিয়া
    গ. ক্রোয়েশিয়া
    ঘ. বেলারুশ
    উত্তর:

    ২৯. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?

    ক. লন্ডন
    গ. ব্রাসেলস
    খ. রোম
    ঘ. প্যারিস
    উত্তর:

    ৩০. বিশ্বের প্রথম গোয়েন্দা জাহাজের নাম হলো-

    ক. জারগোস
    খ. জাওয়ার
    গ. জাগরোম
    ঘ. লাগোল
    উত্তর:

    ৩১. কোন কোষে নিউক্লিয়াস থাকে না ?

    ক. স্পার্ম
    খ. লিভার কোষ
    গ. ডিম্বাণু
    ঘ. লোহিত রক্ত কণিকা
    উত্তর:

    ৩২. হৃদপিন্ডকে আবৃতকারী পর্দার নাম কী?

    ক. Myometrium
    খ. Peritonium
    গ. Pleura
    ঘ. Pericardium
    উত্তর:

    ৩৩. শব্দ দূষণের ফলে কোনটি হতে পারে?

    ক. উচ্চ রক্তচাপ
    খ. নিম্ন রক্তচাপ
    গ. ডায়াবেটিস
    ঘ. উপরের সবগুলো
    উত্তর:

    ৩৪. কোন অঙ্গের পেশির উপর আমাদের নিয়ন্ত্রণ নেই?

    ক. হাতের
    খ. পায়ের
    গ. চোয়ালের
    ঘ. পাকস্থলীর
    উত্তর:

    ৩৫. দুধের শ্বেতসার বা শর্করাকে বলা হয়-

    ক. গ্লাইকোজন
    খ. স্টার্চ
    গ. গ্লুকোজ
    ঘ. ল্যাকটোজ
    উত্তর:

    ৩৬. বিলিরুবিন কোথায় তৈরি হয়?

    ক. রক্তে
    খ. কিডনিতে
    গ. লিভারে
    ঘ. অস্থিতে
    উত্তর:

    ৩৭. রক্তের নরমাল ph কত?

    ক. ৬.৩৫-৬.৪৫
    খ.৭.০-৭.৫
    গ.৭.৩৫-৭.৪৫
    ঘ. ৮.০-৯.০
    উত্তর:

    ৩৮.মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীনে কয়টি সরকারি নিরাময় কেন্দ্র রয়েছে?

    ক. ৪
    খ. ৬
    গ. ৭
    ঘ. ৯
    উত্তর:

    ৩৯. ক্যালসিয়ামের প্রধান উৎস কোনটি?

    ক. ডিম
    খ. ডাল
    গ. দুধ
    ঘ. মাংস
    উত্তর:

    ৪০. জীবাণু ধ্বংস করার জন্য ব্যবহৃত হয় –

    ক. এক্স রশ্মি
    খ. গামা রশ্মি
    গ. অবলোহিত রশ্মি
    ঘ. অতিবেগুনি রশ্মি
    উত্তর:

    41.‘Knowledge is power’ was state by

    ক. Disracle
    খ. Socrates
    গ. Emerson
    ঘ. Rousseau
    উত্তর: Francis Bacon

    42. What kind of noun is ‘boy’?

    ক. Proper
    খ. Collective
    গ. Common
    ঘ. Abstract
    উত্তর:

    43. He cannot run a mile … ten miles

    ক. let alone
    খ. as if
    গ. provided
    ঘ. since
    উত্তর:

    44. Find out the correct spelling.

    ক. Exemplery
    খ. Examplary
    ঘ. Eximplary
    গ. Exemplary
    উত্তর:

    45. Which one is the feminine gender of ‘Horse’?

    ক. Hind
    খ. Doe
    গ. Mare
    ঘ. Vixen
    উত্তর:

    46. He … while I was reading.

    ক. come
    খ. has come
    গ. came
    ঘ. coming
    উত্তর:

    ৪৭.অভাবে স্বভাব নষ্ট হয়- কোন Translation-টি সঠিক?

    ক. Necessity spoils behaviour
    খ. No pains, no gains
    গ. Necessity knows no law
    ঘ. None
    উত্তর:

    48. What is the correct verb of shortly?

    ক. short
    খ. shorter
    গ. shorten
    ঘ. none
    উত্তর:

    49. Which sentence is correct?

    ক. He died by accident
    খ. He died in the accident
    গ. He died from accident
    ঘ. None
    উত্তর:

      50. Plural form of the word ‘Appendix’ is-

      ক. Appendixes
      খ. Appendises
      গ. Appendices
      ঘ. Appendrics
      উত্তর: ক/গ

      51. ‘He went a hunting.’ Here ‘a’ is used as-

      ক. article
      খ. modifier
      গ. preposition
      ঘ. determiner
      উত্তর:

      52.The poor … born to suffer

      ক. is
      st. are
      খ. has
      ঘ. was
      উত্তর:

      53. Find the correct indirect speech – He said, “I am well.”

      ক. He said that I am well.
      খ. He said that I was well.
      গ. He said that he was well.
      ঘ. He said that he is well.
      উত্তর:

      ৫৪.Translate- তুমি যদি আরো আগে আসতে-

      ক. I wish you would come ago
      খ. I wish you will come earlier
      গ. I wish you came earlier
      ঘ. I wish you come earlier
      উত্তর:

      55. Which one is in plural number?

      ক. data
      গ. goose
      খ. basis
      ঘ. formula
      উত্তর:

      56. A man of character is true … his word

      ক. in
      খ. on
      গ. to
      ঘ. at
      উত্তর:

      57. She told me about the matter after Jamil –

      ক. left
      খ. has left
      গ. had left
      ঘ. has been leaving
      উত্তর:

      58. One of the students … present.

      ক. were
      খ. was
      গ. are
      ঘ. none
      উত্তর:

      59. I made the machine –

      ক. to work
      খ. work
      গ. to working
      ঘ. worked
      উত্তর:

      60. Which sentence is incorrect?

      ক. I feel unwell
      খ. Open page 50
      গ. I have a headache
      ঘ. I wish I could fly
      উত্তর:

      ৬১. ‘খপোত’ অর্থ কী?

      ক. দংশন
      খ. কপোত
      গ. কুম্ভীর
      ঘ. উড়োজাহাজ
      উত্তর:

      ৬২. কোনটি খাঁটি বাংলা উপসর্গ?

      ক. অব
      খ. অতি
      গ. ইতি
      ঘ. পরি
      উত্তর:

      ৬৩. কমার চেয়ে বেশি বিরতির প্রয়োজন হয়-

      ক. কোলন
      খ. সেমিকোলন
      গ. দাড়ি
      ঘ. ড্যাশ
      উত্তর:

      ৬৪. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কতটি?

      ক. ৬টি
      খ. ৭টি
      গ. ১১টি
      ঘ. ১০টি
      উত্তর:

      ৬৫. ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় কী বলে?

      ক. হীরক জয়ন্তী
      খ. সার্ধশত বর্ষ
      গ. সুবর্ণ জয়ন্তী
      ঘ. রজত জয়ন্তী
      উত্তর:

      ৬৬. এলাচি’ কোন ভাষার শব্দ?

      ক. আরবি
      খ. হিন্দি
      গ. বাংলা
      ঘ. চীনা
      উত্তর:

      ৬৭.‘বর্ধিষ্ণু’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?

      ক. বৃধ+ইষ্ণু
      খ. বর্ধ+ইষ্ণু
      গ. বর্ধি+ইষ্ণু
      ঘ. বর্ধিষ্ণু
      উত্তর:

      ৬৮. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

      ক. ব্যথার দান
      খ. মৃত্যুক্ষুধা
      গ. রিক্তের বেদন
      ঘ. শিউলিমালা
      উত্তর:

      ৬৯. কোনটি সঠিক?

      ক. মূর্ধন্য
      খ. মুদন্য
      গ. মধন্য
      ঘ. মূর্ধন্য
      উত্তর:

      ৭০. কোনটি মৌলিক শব্দ?

      ক. শীতল
      খ. বহুব্রীহি
      গ. মেয়ে
      ঘ. দ্বিগু
      উত্তর:

      ৭১. কোনটি মৌলিক শব্দ?

      ক. কর্মধারয়
      খ. গোলাপ
      গ. অব্যয়ীভাব
      ঘ. গৌরব
      উত্তর:

      ৭২. বাংলা সাহিত্যে প্রাচীনতম নিদর্শন কোনটি?

      ক. চর্যাপদ
      খ. শ্রীকৃষ্ণকীর্তন
      গ. বাংলা ভাষার ইতিবৃত্ত
      ঘ. সনেট
      উত্তর:

      ৭৩. নিচের কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস?

      ক. চরিত্রহীন
      খ. পরিণীতা
      গ. গৃহদাহ
      ঘ. কপালকুণ্ডলা
      উত্তর:

      ৭৪. ‘উচ্চারণ’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

      ক. উৎ+চারণ
      গ. উচ+চরণ
      খ. উদ+চারন
      ঘ. উচ+চারণ
      উত্তর:

      ৭৫. বাংলা সাহিত্যে গদ্যের জনক-

      ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
      গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
      ঘ. প্রমথ চৌধুরী
      উত্তর:

      ৭৬. নিচের কোনটি পার্শ্বিক ধ্বনি?

      ক. ম
      খ. শ
      গ. প
      ঘ. ল
      উত্তর:

      ৭৭. প্রাতরাশ শব্দের সন্ধি বিচ্ছেদ-

      ক. প্রাত+রাশ
      গ. প্রাতঃ+আশ
      খ. প্রাতঃ+রাশ
      ঘ. প্রাত+আশ
      উত্তর:

      ৭৮. নিচের কোন বানানটি সঠিক?

      ক. সতঃস্ফুর্ত
      খ. স্বতঃস্ফূর্ত
      গ. স্বতস্ফুর্ত
      ঘ. স্বতঃস্ফুর্ত
      উত্তর:

      ৭৯.‘হৈমন্তিক’ এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

      ক. হৈম+ন্তিক
      খ. হেমন্ত+ষ্ণিক
      গ. হৈমন্ত+ইক
      ঘ. হেম+ষ্ণিক
      উত্তর:

      ৮০. ‘ষ্ণ’ যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে?

      ক. ষ্+ণ
      খ. ষ্+ঞ
      গ. ষ্+ক্র
      ঘ. ষ্+জ
      উত্তর:

      RELATED ARTICLES

      LEAVE A REPLY

      Please enter your comment!
      Please enter your name here

      Most Popular