মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা ২০২৫ এর সিনিয়র স্টাফ নার্স পদের প্রশ্নের সম্পূর্ণ সমাধান নিচে দেওয়া হলো।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
পদের নাম: সিনিয়র স্টাফ নার্স
পরীক্ষার তারিখ: ২৯ আগস্ট ২০২৫
সময়: ৬০ মিনিট
পূর্ণমান: ৮০ মার্ক
১. Peacemaker হৃৎপিন্ডের কোন প্রকষ্ঠে থাকে?
ক. ডান নিলয়
খ. বাম নিলয়
গ. ডান অলিন্দ
ঘ. বাম অলিন্দ
উত্তর: গ
২. আলট্রাসনোগ্রাম কী?
ক. এক্স রে
খ. আলফা রে
গ. অতি বেগুণি রশ্মি
ঘ. অতি উচ্চ কম্পনসম্পন্ন শব্দ তরঙ্গ
উত্তর: ঘ
৩. Dialysis করা প্রয়োজন হয় কোন রোগে ?
ক. Respiratory failure
খ. Hepatic failure
গ. Cardiac failure
ঘ. Renal failure
উত্তর: ঘ
৪. স্ট্রোক শরীরের কোন অংশের রোগ?
ক. মস্তিষ্ক
গ. যকৃত
খ. কিডনি
ঘ. প্লীহা
উত্তর: ক
৫. ঘন ঘন শ্বাস নেওয়া কোন রোগের লক্ষণ?
ক. Pneumonia
গ. Tuberculosis
খ. Pneumothorax
ঘ. কোনটিই নয়
উত্তর: ঘ
6. Arthritis কী?
ক. মাংসপেশীর প্রদাহ
খ. পেশী বন্ধনীর প্রদাহ
গ. সন্ধি প্রদাহ
ঘ. সন্ধি বেদনা
উত্তর: গ
৭. মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ-
ক. যকৃত
গ. কোলন
খ. ত্বক
ঘ. কিডনি
উত্তর: খ
৮. একজন পূর্ণবয়স্ক নবজাতকের স্বাভাবিক ওজন ন্যূনতম কত?
ক. ৩০০০ গ্রাম
গ. ২০০০ গ্রাম
খ. ২৫০০ গ্রাম
ঘ. ১৫০০ গ্রাম
উত্তর: খ
৯. কোনটি সংক্রামক ব্যাধি?
ক. ডায়াবেটিস
খ. উচ্চ রক্তচাপ
গ. যক্ষ্মা
ঘ. হাঁপানি
উত্তর: গ
১০. বৃক্কের একক হল-
ক. নিউরন
খ. নেফ্রন
গ. হেপাটোসাইট
ঘ. পেসমেকার
উত্তর: খ
১১. মানবদেহে কশেরুকার সংখ্যা কতটি?
ক. ৩২টি
খ. ৩৩টি
গ. ৩৪টি
ঘ. ৩৫টি
উত্তর: খ
১২. কোনটি মানবদেহের ভালো কোলেস্টেরল?
ক. HDL
খ. LDL
গ. VLDL
ঘ. TG
উত্তর: ক
১৩. প্রোটিনের মৌলিক ইউনিট কোনটি?
ক. ফ্যাটি এসিড
গ. গ্লুকোজ
খ. কোলেস্টেরল
ঘ. অ্যামাইনো এসিড
উত্তর: ঘ
১৪. SARS এর পূর্ণরূপ কোনটি?
ক. Severe Acute Respiratory Syndrome
খ. Systematic Acute Recovery Syndrome
গ. Simple Access Respiratory System
ঘ. None
উত্তর: ক
১৫. ইনসুলিন হচ্ছে-
ক. প্রোটিন
খ. ভিটামিন
গ. নিউক্লিক এসিড
ঘ. গ্লুকোজ
উত্তর: ক
১৬. ডিম ও দুধে কোন ভিটামিন নেই?
ক. ভিটামিন এ
খ. ভিটামিন বি
গ. ভিটামিন সি
ঘ. ভিটামিন ডি
উত্তর: গ
১৭.গর্ভাবস্থায় প্রথম প্রসবকালীন পরিচর্যার জন্য কোন রোগী আসলে নিম্নের কোন পরীক্ষাটি করা হয়?
ক. Hb%, Blood group, Urine R / M / E
খ. ECG
ঘ. All of the above
গ. Chest X-ray
১৮. মানবদেহের রক্তে মূলত কত ধরণের কোষ থাকে?
ক. ৮
গ. ২
খ. ৩
ঘ. ১
উত্তর: খ
১৯. ডেঙ্গুর ভয়াবহতা নির্ধারিত হয় কোন উপাদানের মাধ্যমে?
ক. Hematocrit বেড়ে যায়
খ. Hematocrit কমে যায়
গ. Neutrophil বেড়ে যায়
ঘ. Lymphocyte বেড়ে যায়
উত্তর: ক
20. Hypovolemic shock এ pulse rate-
ক. বেড়ে যায়
খ. কমে যায়
গ. অপরিবর্তিত থাকে
ঘ. পাওয়া যায় না
উত্তর: ক
২১. কোন প্রণালি এশিয়া মহাদেশ ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে?
ক. জিব্রাল্টার প্রণালি
খ. বসফরাস প্রণালি
গ. বাবেল-মান্দেব প্রণালি
ঘ. বেরিং প্রণালি
উত্তর: গ
২২. ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ কোনটি?
ক. চীন
খ. জার্মানি
গ. শ্রীলংকা
ঘ. বাংলাদেশ
উত্তর: ক
২৩. জুলাই গণঅভ্যুত্থানের প্রথম স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪’ নির্মাণ করা হয়েছে-
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
খ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
গ. রংপুর বিশ্ববিদ্যালয়ে
ঘ. জুলাই স্মৃতি জাদুঘরে
উত্তর: খ
২৪. ASEAN ভুক্ত দেশ নয় কোনটি?
ক. শ্রীলংকা
খ. ভিয়েতনাম
গ. ফিলিপাইন
ঘ. থাইল্যান্ড
উত্তর: ক
২৫.বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ কোনটি?
ক. যুক্তরাষ্ট্র
খ. সৌদি আরব
গ. রাশিয়া
ঘ. কানাডা
উত্তর: ক
২৬. সিনাই উপদ্বীপ কোথায় অবস্থিত?
ক. ইয়েমেন
খ. মিশর
গ. সিরিয়া
ঘ. সৌদি আরব
উত্তর: খ
২৭. সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে?
ক. ১৯(৩)
খ. ১১ (২)
গ. ১২ (৩)
ঘ. ১৩ (৫)
উত্তর: ক
২৮. ইউরোপের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ কোনটি?
ক. পোল্যান্ড
খ. আলবেনিয়া
গ. ক্রোয়েশিয়া
ঘ. বেলারুশ
উত্তর: ঘ
২৯. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. লন্ডন
গ. ব্রাসেলস
খ. রোম
ঘ. প্যারিস
উত্তর: গ
৩০. বিশ্বের প্রথম গোয়েন্দা জাহাজের নাম হলো-
ক. জারগোস
খ. জাওয়ার
গ. জাগরোম
ঘ. লাগোল
উত্তর: গ
৩১. কোন কোষে নিউক্লিয়াস থাকে না ?
ক. স্পার্ম
খ. লিভার কোষ
গ. ডিম্বাণু
ঘ. লোহিত রক্ত কণিকা
উত্তর: ঘ
৩২. হৃদপিন্ডকে আবৃতকারী পর্দার নাম কী?
ক. Myometrium
খ. Peritonium
গ. Pleura
ঘ. Pericardium
উত্তর: ঘ
৩৩. শব্দ দূষণের ফলে কোনটি হতে পারে?
ক. উচ্চ রক্তচাপ
খ. নিম্ন রক্তচাপ
গ. ডায়াবেটিস
ঘ. উপরের সবগুলো
উত্তর: ক
৩৪. কোন অঙ্গের পেশির উপর আমাদের নিয়ন্ত্রণ নেই?
ক. হাতের
খ. পায়ের
গ. চোয়ালের
ঘ. পাকস্থলীর
উত্তর: ঘ
৩৫. দুধের শ্বেতসার বা শর্করাকে বলা হয়-
ক. গ্লাইকোজন
খ. স্টার্চ
গ. গ্লুকোজ
ঘ. ল্যাকটোজ
উত্তর: ঘ
৩৬. বিলিরুবিন কোথায় তৈরি হয়?
ক. রক্তে
খ. কিডনিতে
গ. লিভারে
ঘ. অস্থিতে
উত্তর: গ
৩৭. রক্তের নরমাল ph কত?
ক. ৬.৩৫-৬.৪৫
খ.৭.০-৭.৫
গ.৭.৩৫-৭.৪৫
ঘ. ৮.০-৯.০
উত্তর: গ
৩৮.মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীনে কয়টি সরকারি নিরাময় কেন্দ্র রয়েছে?
ক. ৪
খ. ৬
গ. ৭
ঘ. ৯
উত্তর: ক
৩৯. ক্যালসিয়ামের প্রধান উৎস কোনটি?
ক. ডিম
খ. ডাল
গ. দুধ
ঘ. মাংস
উত্তর: গ
৪০. জীবাণু ধ্বংস করার জন্য ব্যবহৃত হয় –
ক. এক্স রশ্মি
খ. গামা রশ্মি
গ. অবলোহিত রশ্মি
ঘ. অতিবেগুনি রশ্মি
উত্তর: ঘ
41.‘Knowledge is power’ was state by
ক. Disracle
খ. Socrates
গ. Emerson
ঘ. Rousseau
উত্তর: Francis Bacon
42. What kind of noun is ‘boy’?
ক. Proper
খ. Collective
গ. Common
ঘ. Abstract
উত্তর: গ
43. He cannot run a mile … ten miles
ক. let alone
খ. as if
গ. provided
ঘ. since
উত্তর: ক
44. Find out the correct spelling.
ক. Exemplery
খ. Examplary
ঘ. Eximplary
গ. Exemplary
উত্তর: গ
45. Which one is the feminine gender of ‘Horse’?
ক. Hind
খ. Doe
গ. Mare
ঘ. Vixen
উত্তর: গ
46. He … while I was reading.
ক. come
খ. has come
গ. came
ঘ. coming
উত্তর: গ
৪৭.অভাবে স্বভাব নষ্ট হয়- কোন Translation-টি সঠিক?
ক. Necessity spoils behaviour
খ. No pains, no gains
গ. Necessity knows no law
ঘ. None
উত্তর: গ
48. What is the correct verb of shortly?
ক. short
খ. shorter
গ. shorten
ঘ. none
উত্তর: গ
49. Which sentence is correct?
ক. He died by accident
খ. He died in the accident
গ. He died from accident
ঘ. None
উত্তর: ক
50. Plural form of the word ‘Appendix’ is-
ক. Appendixes
খ. Appendises
গ. Appendices
ঘ. Appendrics
উত্তর: ক/গ
51. ‘He went a hunting.’ Here ‘a’ is used as-
ক. article
খ. modifier
গ. preposition
ঘ. determiner
উত্তর: গ
52.The poor … born to suffer
ক. is
st. are
খ. has
ঘ. was
উত্তর: গ
53. Find the correct indirect speech – He said, “I am well.”
ক. He said that I am well.
খ. He said that I was well.
গ. He said that he was well.
ঘ. He said that he is well.
উত্তর: গ
৫৪.Translate- তুমি যদি আরো আগে আসতে-
ক. I wish you would come ago
খ. I wish you will come earlier
গ. I wish you came earlier
ঘ. I wish you come earlier
উত্তর: গ
55. Which one is in plural number?
ক. data
গ. goose
খ. basis
ঘ. formula
উত্তর: ক
56. A man of character is true … his word
ক. in
খ. on
গ. to
ঘ. at
উত্তর: গ
57. She told me about the matter after Jamil –
ক. left
খ. has left
গ. had left
ঘ. has been leaving
উত্তর: গ
58. One of the students … present.
ক. were
খ. was
গ. are
ঘ. none
উত্তর: খ
59. I made the machine –
ক. to work
খ. work
গ. to working
ঘ. worked
উত্তর: খ
60. Which sentence is incorrect?
ক. I feel unwell
খ. Open page 50
গ. I have a headache
ঘ. I wish I could fly
উত্তর: খ
৬১. ‘খপোত’ অর্থ কী?
ক. দংশন
খ. কপোত
গ. কুম্ভীর
ঘ. উড়োজাহাজ
উত্তর: ঘ
৬২. কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
ক. অব
খ. অতি
গ. ইতি
ঘ. পরি
উত্তর: গ
৬৩. কমার চেয়ে বেশি বিরতির প্রয়োজন হয়-
ক. কোলন
খ. সেমিকোলন
গ. দাড়ি
ঘ. ড্যাশ
উত্তর: খ
৬৪. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কতটি?
ক. ৬টি
খ. ৭টি
গ. ১১টি
ঘ. ১০টি
উত্তর: খ
৬৫. ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় কী বলে?
ক. হীরক জয়ন্তী
খ. সার্ধশত বর্ষ
গ. সুবর্ণ জয়ন্তী
ঘ. রজত জয়ন্তী
উত্তর: ক
৬৬. এলাচি’ কোন ভাষার শব্দ?
ক. আরবি
খ. হিন্দি
গ. বাংলা
ঘ. চীনা
উত্তর: ঘ
৬৭.‘বর্ধিষ্ণু’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. বৃধ+ইষ্ণু
খ. বর্ধ+ইষ্ণু
গ. বর্ধি+ইষ্ণু
ঘ. বর্ধিষ্ণু
উত্তর: ক
৬৮. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
ক. ব্যথার দান
খ. মৃত্যুক্ষুধা
গ. রিক্তের বেদন
ঘ. শিউলিমালা
উত্তর: খ
৬৯. কোনটি সঠিক?
ক. মূর্ধন্য
খ. মুদন্য
গ. মধন্য
ঘ. মূর্ধন্য
উত্তর: ক
৭০. কোনটি মৌলিক শব্দ?
ক. শীতল
খ. বহুব্রীহি
গ. মেয়ে
ঘ. দ্বিগু
উত্তর: খ
৭১. কোনটি মৌলিক শব্দ?
ক. কর্মধারয়
খ. গোলাপ
গ. অব্যয়ীভাব
ঘ. গৌরব
উত্তর: ঘ
৭২. বাংলা সাহিত্যে প্রাচীনতম নিদর্শন কোনটি?
ক. চর্যাপদ
খ. শ্রীকৃষ্ণকীর্তন
গ. বাংলা ভাষার ইতিবৃত্ত
ঘ. সনেট
উত্তর: ক
৭৩. নিচের কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস?
ক. চরিত্রহীন
খ. পরিণীতা
গ. গৃহদাহ
ঘ. কপালকুণ্ডলা
উত্তর: ঘ
৭৪. ‘উচ্চারণ’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. উৎ+চারণ
গ. উচ+চরণ
খ. উদ+চারন
ঘ. উচ+চারণ
উত্তর: ক
৭৫. বাংলা সাহিত্যে গদ্যের জনক-
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ. প্রমথ চৌধুরী
উত্তর: খ
৭৬. নিচের কোনটি পার্শ্বিক ধ্বনি?
ক. ম
খ. শ
গ. প
ঘ. ল
উত্তর: খ
৭৭. প্রাতরাশ শব্দের সন্ধি বিচ্ছেদ-
ক. প্রাত+রাশ
গ. প্রাতঃ+আশ
খ. প্রাতঃ+রাশ
ঘ. প্রাত+আশ
উত্তর: গ
৭৮. নিচের কোন বানানটি সঠিক?
ক. সতঃস্ফুর্ত
খ. স্বতঃস্ফূর্ত
গ. স্বতস্ফুর্ত
ঘ. স্বতঃস্ফুর্ত
উত্তর: খ
৭৯.‘হৈমন্তিক’ এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. হৈম+ন্তিক
খ. হেমন্ত+ষ্ণিক
গ. হৈমন্ত+ইক
ঘ. হেম+ষ্ণিক
উত্তর: খ
৮০. ‘ষ্ণ’ যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে?
ক. ষ্+ণ
খ. ষ্+ঞ
গ. ষ্+ক্র
ঘ. ষ্+জ
উত্তর: ক
